বঙ্গলতলী ভূমির প্রধান কার্যাবলী:
বঙ্গলতলী ইউনিয়নের মোট আয়তন ২২০ বর্গ কিলোমিটার। ইহার দুই-তৃতীয়াংশ ভূমি সরকারি রেকর্ডকৃত।অবশিষ্ট জমি দখলীয় সত্বাধীকার। ইহার এলাকা বিশেষে দুইটি মৌজায় বিভক্ত। ১) ৩৭৫নং বঙ্গলতলী মৌজা ২) ৩৭৬নং তিনটিলা মৌজা।ভূমির তত্বাবধানের প্রধান দায়িত্ব হেডম্যান।
হেডম্যানের কার্যাবলী:
১) জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহ জনসাধারনের ভূমির অধিকার নিশ্চিত করা।
২) সরকারি রাজস্ব বার্ষিক কর উত্তোলন করিয়া সার্কেল চীফ(চাকমা রাজা) কার্যালয়ে জমা দেওয়া উহা তাহার প্রাপ্য অংশ হেডম্যান গ্রহন করেন।
৩) স্থানীয় ভূ-মালিকের ওয়ারীশ চিন্হিত করিয়া জেলা ভূমি অফিসকে সহায়তা করা ।
৪) ভূমির ক্রয় বিক্রয় সম্পর্কিত তথ্যাদি দ্বারা জেলা প্রসাশকের ভূমি অফিসকে সহায়তা দেওয়া।
৫) খাচ জমি চিন্হিত করিয়া ভূমি হীন মালিকদের মধ্যে ভূমি বন্ধোবস্থ করনের করনের সহায়তা প্রদান করা।
৬) প্রকৃত স্থায়ীত্ব বা স্বায়ী বাসিন্দা চিন্হিত করিয়া স্বায়ী বাসিন্দার সনদ প্রদান নিশ্চিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস