কাপ্তাই বাধের পর ১৯৫৯ সালে পুর্ব পাকিস্তান সরকার বাঘাইছড়ি উপজেলায় পুর্ণবাসন করে।তার পরবর্তীতে প্রাথমিক ভূমি জরীপ মূলে প্রজাদের নিজ নিজ ফরম মূলে ভূমি বন্টন সহ আঞ্চলিক সীমানা নির্ধারন করা হয়। তখন বঙ্গলতলী,তিনটিলা ,বটতলী ও রূপকারী মৌজা মিলে রূপকারী নামে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।তার পর ১৯৮২ সালে বঙ্গলতলী ও তিনটিলা মৌজা মিলে পৃথক বঙ্গলতলী ইউনিয়ন গঠিত হয়।তখনকার সময় ভার প্রাপ্ত হিসাবে অন্তরবর্তীকালীন চেয়ার ম্যানের দায়িত্ব পালন করেন,বাবু যতীশ কুমার চাকমা।পরে চেয়ারম্যান হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস