মাসিক সভা কমিটি, ভিজিডি কমিটি, ভিজিএফ কমিটি, জিআর কমিটি, টিআর কমিটি, কাবিকা কমিটি, কাবিটা কমিটি, এলজিএসপি কমিটি, এডিবি কমিটি, গ্রাম আদালত কমিটি, বাষির্ক ইজারা কমিটি, কৃষি উন্নয়ন কমিটি, যোগাযোগ ও উন্নয়ন কমিটি, পরিবার-পরিকল্পনা কমসূচী কমিটি, গণশিক্ষা/নিরক্ষরতা দুরীকরণ কমিটি, বৃক্ষ রোপন কমিটি, আরএমপি কমিটি, ইউ,পি ভূমি খাজনা কমিটি, নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটি, ইভটিজিং প্রতিরোধ কমিটি, ইউনিয়ন শালিশী কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক আইন-শৃংখলা কমিটি ইত্যাদি।তাছড়া নীম্ন লিখিত কর্যাবলী গৃহীত হয়।
*আইন শৃঙ্খলা রক্ষাকরা।
*অপরাধ, বিশৃঙ্খলা এবং চোরাচালান প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা।
*কৃষি,বৃক্ষ রোপন,মৎস্য ও পশুপালন,স্বাস্থ্য,কুটির শিল্প সেচ ও যোগাযোগ ব্যবস্থাপনা তদারক করা।
*পরিবার পরিকল্পনা কার্য ক্রম প্রসার ঘটানো।
*স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তাহার ব্যবহার নিশ্চিত করা।
*জন সম্পদ তথা ব্রীজ, কালর্ভাট, বাঁধ ইত্যাদি সংরক্ষন করা।
*ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ করা।
*জনগনকে স্বাস্থ্য সম্মত স্যানিটারী ল্যাট্রিন প্রদান এবং এ বিষয়ে উৎসাহিত করা।
*জন্ম মৃত্যু অন্ধ ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা। *সকল প্রকার শুমারি পরিচালনা করা।
*ভিবিন্ন আইনী সমস্যা সমাধান,গ্রাম আদালত,শালিশ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ,বিভিন্ন সেবা প্রদান,নাগরিক সনদ,উত্তরাধিকার সনদ,জন্ম ও মৃত্যুসনদ সহ নিরাপদ পানি সরবরাহ,শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস